Saturday, March 30, 2013

BANGLADESH & GLOBAL STUDIES(বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

আমাদের দেশের রাজনীতি একটু অন্যরকম।একে আপনারা স্বারথের কিংবা প্রতিহিংসার রাজনীতি বলতে পারেন।বরং এর চেয়েও খারাপ কিছু হতে পারে।তানাহলে primary বা secondary লেভেলের পাঠ্য বই এর শিক্ষণ বিষয় নিয়ে রাজনীতি হবে কেন? 3 হতে 10 class এর সমাজ বই বদল করে নতুন নাম দেয়া হয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয়।কিন্তু এই বই পরলেই যে কেউ বুঝতে পারবে এখানে কোন রাজনৈতিক মত প্রকাশ পেয়েছে। বই গুলো পড়ে দেখুন।

No comments:

Post a Comment